…..কৌতুকে
দূরে গেল না খানি একেলা রহিল বলি
ভয় পেঞা নায়্যা বলে ডাকে।
তোমরা যতেক সখী মোরে একাকিনী রাখি
আগু সে তোমরা হইলে পার।
কী আছে মরমে মোর ভাবিয়া না পাইলাম ওর
কিবা গতি হইবে আমার।।
শুনিয়া সিদ্ধিনিগণে ধারা বহে দু নয়ানে
করজোড়ে কহে মৃত বানি।
তুমি হেন বন্ধু যার তরে কি তরিতে ভার
কি ভাবিয়াছ মনে নাহি জানি।।
পুলকে পুরল গা অমনি ফিরাইলা না
আসিঞা লাগাইলা রাইএর কাছে।।
তখন ফুকরি ফুকরি কান্দএ কিশোরী
আরবার রাখে যাও পাছে।
হাসি কহে শ্রীহরি কত তুমি দিবে কড়ি
চুকাইঞা নাএ চাপসিঞা।।
শুনিয়া নাইয়ার বাণী কহিতে লাগিলা ধনি
কেনে বা করিবে পার মজুরি না পাইঞা।