হে বজরকায় ক্ষীণ রাই তনু দুবরী
পিরীতি নহ জন্য বধ নারী।
কুলিশ তনুভালে চির কাল বাস গোকুলে
অব কুবজা সঙ্গসুখ ভারি।।
আধ জলে কালিন্দী আধ কূলে কামিনী
নলিনীদল শেজ গড়ি যায়।
বিশাখা বিষ পান করি লুঠত মহিমণ্ডলে
ললিতা সখী ধাই ধরু তায়।।
নন্দ নিরানন্দ মাতা যশোদা ক্ষিতি লুঠত
শির উপর সঘনে কর হানে।
সবহুঁ ব্রজবাল (কান্দে) শ্রীদাম মধুমঙ্গল
সুবল দাম সংশয় নিদানে।।
বৎসধেনু ঊর্ধ্বমুখে চাহিয়া মথুরাপথে
ভক্ষ্য ত্যাজি নয়নে বহে বারি।
বৃক্ষলতা বিনত সব বিকশে নাহি কিশলয়
শেখর কহে বিরহে তনু জারি।।