হের লো সজনী তমাল হেলিয়ে, অনাহত বীণা-ধ্বনি বাজায় কুঞ্জে বসিয়ে।
বৃন্দাবনে ফুলের বাগান চিকণ কালা ডালে,
দেখলে তারে ফুলের কলি আপনি আপন মেলে গো। (হের লো সজনী)
রসময় পুষ্পমালা ধরে নানা রঙ,
দেখতে গেল না দেয় দেখা করে নানা ঢং গো। (হের লো সজনী)
হিল্লোলে টলিয়ে তারে নেয় উড়াইয়ে,
নব কোঠা তালা দাও দেখ্‌বে তার গিয়ে গো। (হের লো সজনী)
প্রাণে প্রাণে টান্‌ পড়িলে না হইবে বাধা,
চিকণ কালা হাসি দিয়ে রঙ্ ধরিবে শাদা গো। (হের লো সজনী)
মত্ত হয়ে সাধরে মন তত্ত্ব নিয়ে ঠিক,
সদয় নিদয় ভাবে না ফিরিবে দিক গো। (হের লো সজনী)
অধম জহুরে বলে ময়লা আমার বেশী,
তে কারণে সাজ বাধিয়ে দেখা না দেয় শশী গো। (হের লো সজনী)