হেন রূপে কেন যাও মথুরায় বিকে।
বিষম রাজার ভয়ে ঠেকিবা বিপাকে।।
দিনকরকিরণে মলিন মুখখানি।
হেরিয়া হেরিয়া মোর বিকল পরাণী।।
বসিয়া তরুর ছায় করহ বিশ্রাম।
শ্রমজলবিন্দু যেন মুকুতার দাম।।
বংশীবদনে কহে শুন হে নাগর।
বুঝিলাম বট তুমি রসের সাগর।।
হেন রূপে কেন যাও মথুরায় বিকে।
বিষম রাজার ভয়ে ঠেকিবা বিপাকে।।
দিনকরকিরণে মলিন মুখখানি।
হেরিয়া হেরিয়া মোর বিকল পরাণী।।
বসিয়া তরুর ছায় করহ বিশ্রাম।
শ্রমজলবিন্দু যেন মুকুতার দাম।।
বংশীবদনে কহে শুন হে নাগর।
বুঝিলাম বট তুমি রসের সাগর।।