হেন দিন শুভ পরভাতে।
শ্রীনরোত্তম নাম পহু মোর গৌর ধাম
বার এক স্মৃতি হয় যাতে।।
যাহার সঙ্গতি কাম শ্রীল কবিরাজ নাম
ছাড়িয়া সে গৃহপরিকর।
ঠাকুর শ্রীশ্রীনিবাস খেতরী করিলা বাস
প্রাণ সমতুল কলেবর।।
নিত্যানন্দ ঘরণী জাহ্নবা ঠাকুরাণী
ত্রিভুবনে পূজিত চরণ।
যাহার কীর্ত্তন কালে রুধির পুলকমূলে
দেখি কৈল চৈতন্য স্মরণ।।
ভাব দেখি আপনি জাহ্নবা ঠাকুরাণী
নাম থুইলা ঠাকুর মহাশয়।
পতিতপাবন নাম ধর বল্লভে উদ্ধার কর
তবে জানি মহিমা নিশ্চয়।।