হেদে হে মুরলীধর।
না বাস আপন পর।।
হাসিয়া কহে না এক বোল।
যে ছিল মনের সিদ্ধি (?) তাহাই পূরালে বিধি
মুরলী শিখিল রাম ভূর।। (?)
আর এক শুন কান আকুল রমণী-প্রাণ
আপনি বাজাহ নিজ বাঁশী।
শুনি গোপ সুনাগরী শুনিতে আনন্দ বড়ি
ঘুষে যেন হেন নিশি দিশি।।
মধুর মধুর ধ্বনি গাও দেখি গুণমণি
নিজ মুখে শুনিতে মধুর।
কি জানি কি গাও গুণে বিষ ভরি মুখ খনে (?)
শুনিলে দংশয়ে হিয়া মোর।।
যেই ভুজঙ্গগণ করিলেই দংশন
চেতন গেয়ান নাহি থাকে।
তেমতি তোমার বাঁশী কুল লেই হাসি হাসি
দংশন করয়ে আসি বুকে।।
কভু বাঁশী প্রেমধারা কখন ভুজঙ্গপারা
গরল সমান কভু হয়ে।
কেন বা এমন হয় এ অবলা প্রাণ সয়
দীন চণ্ডীদাস ইহা কয়ে।।