বড়াই-বচন–শ্রীরাধার প্রতি
হেদে লো সুন্দরি প্রেমের আগরি
শুনহ নাগর-কথা।
নিকুঞ্জে আসিয়া তোহারি লাগিয়া
কাঁদিয়ে আকুল তথা।।
রাই রাই করি ফুকারি ফুকারি
পড়ই ভূমির তলে।
ধরি মোর করে কহয়ে কাতরে
কেমনে সে ধনী মিলে।।
রাই, অতএ আইনু আমি।
কানুর পিরিতি যতেক আরতি
যাইলে জানিবা তুমি।।
প্রেম অমিয়া বাড়াও উহারে
তোহারে কে করে বাধা।
চণ্ডীদাস কহে রাখি কুলশীল
পুরাহ মনে সাধা।।