হেদে লো বাঁশীর তান তিলেক না তেজে।
মরিতে জীয়াইতে পারে কি করে বেজে বেজে।।
সেই ত মুরলীর গান কেবা নাহি শুনে।
এক কান দিয়া শোনে যায় এক কানে।।
আনরব আমার কানেতে নাহি আইসে।
হরি হরি করী যেন পলায় তরাসে।।
সাধ করি শুনেছিলাম শ্যামের মুরলী।
কে জানে এমন হবে পরাণের বৈরী।।