হেদে রে পরাণ নিলজিয়া।
ছার তনু না গেলি তেজিয়া।।
গৌরাঙ্গ ছাড়িয়া গেছে মোর।
আর কি গৌরব আছে তোর।।
আর কি গৌরাঙ্গচাঁদে পাবে।
মিছা প্রেমআশে আশে রবে।।
সন্ন্যাসী হইয়া পহুঁ গেল।
এ জনমের সুখ ফুরাইল।।
কাঁদি বিষ্ণুপ্রিয়া কহে বাণী।
বাসু কহে না রহে পরাণি।।
হেদে রে পরাণ নিলজিয়া।
ছার তনু না গেলি তেজিয়া।।
গৌরাঙ্গ ছাড়িয়া গেছে মোর।
আর কি গৌরব আছে তোর।।
আর কি গৌরাঙ্গচাঁদে পাবে।
মিছা প্রেমআশে আশে রবে।।
সন্ন্যাসী হইয়া পহুঁ গেল।
এ জনমের সুখ ফুরাইল।।
কাঁদি বিষ্ণুপ্রিয়া কহে বাণী।
বাসু কহে না রহে পরাণি।।