হৃদয় আরতি বহু ভয় তনু কাঁপ ।
নূতন হরিনি জনি হরিন করু ঝাঁপ।।
ভুখল চকোর জনি পিবইত আস।
ঐসন সময় মেঘ নহি পরকাস।।
পহিল সমাগম রস নহি জান।
কত কত কাকু করতহি কান।।
পরিরম্ভন বেরি উঠই তরাস।
লাজে বচন নহি কর পরকাস।।
ভনই বিদ্যাপতি ইহ নহি ভায়।
জে রসবন্ত সেহো রস পায়।।