হিয়ে হিয়ে গলে গলে মুখে মুখে মেলি।
যো ধনি হরি সঞে করতহি কেলি।।
সো ধনি ধনি ধনি ইহ নিশি ভোরে।
গরব বিথারে রহিঞা হরি-কোরে।।
নিজ তনু সফল করিঞা পুন মানে।
কান্ত পরাভব করি পাঁচবাণে।।
সকল কুশল মেলি পূজই তায়।
চন্দ্রশেখর কহে নিশি না পোহায়।।
হিয়ে হিয়ে গলে গলে মুখে মুখে মেলি।
যো ধনি হরি সঞে করতহি কেলি।।
সো ধনি ধনি ধনি ইহ নিশি ভোরে।
গরব বিথারে রহিঞা হরি-কোরে।।
নিজ তনু সফল করিঞা পুন মানে।
কান্ত পরাভব করি পাঁচবাণে।।
সকল কুশল মেলি পূজই তায়।
চন্দ্রশেখর কহে নিশি না পোহায়।।