হিম হিমকর পেখি কাঁপয়ে খন খন
অনুখন ঝরয়ে নয়ান।
হরি হরি বোলি ধরনি ধরি লুঠই
সখিবোলে ন পাতয়ে কান।।
মাধব পেখলুঁ তৈছন রাই।
সবিসম খরসরে অঙ্গ ভেল জরজর
কহইতে কো পাতিয়াই।।
বিগলিত কেস সাস বহে খরতর
না রহে নীবিনিবন্ধ।
কম্বুকন্ধর ধরই না পারই
টূটল পঞ্জরবন্ধ।।
নব কিসলয় রচি সয়নে সুতায়ই
অধিক ভেল জনু আগি।
কিয়ে ঘর বাহির করয়ে নিরন্তর
অহনিশি খেপায় জাগি।।
ভনহুঁ বিদ্যাপতি সুনহ রসিকবর
তুরিতে মিলহ ধনিপাসে।
সকল সখীগণ হেরত বিনদিনি
দসমি দসা পরকাসে।।