হিম শিশিরে রিপু মদন দুরন্ত।
দ্বিগুন তাপায়ল রীতু বসন্ত।।
গিরিষ দিবসপতিকিরণ-বিথার।
ঝামর ভেল তনু গল অনিবার।।
শতগুণ ভেল ইথে কেবল নিদান।
কৈছনে বরিষায় রহল পরাণ।।
হেরি সহচরি কছু ভেল আশোয়াস।
শরদ-চাঁদ হেরি ভেল নৈরাশ।।
রোয়ত সখীগণ কিয়ে দিন রাতি।
জ্ঞানদাস হেরি বিদরয়ে ছাতি।।