হিমঋতু সময়ে সঙ্কেতকুঞ্জে ধনি
তুয়া লাগি করত বিলাপ।
ঘোর বিরহজরে জরজর মানস
শিশিরহি থরথর কাঁপ।।
রীতু বসন্ত বিবিধ ফুল বিকসিত
ফাগুয়া খেলই রঙ্গে।
সো বরনারি তোহারি লাগি ঝুরত
রোয়ত সহচরি সঙ্গে।।
গিরিষ সময়ে তনু গলি গলি পড়ু মহি
ঘামই বিরহ-হুতাশে।
বর্ষা ঋতু ভেল ঝরয়ে নয়নে জল
দুখসায়রে ধনি ভাসে।।
নিরমল শরদচাঁদ হেরি সো ধনি
সোঙরিয়া রাসবিলাস।
রসসতিহৃদয় ভেল উধ শ্বাসহি
কহতহি উদ্ধব দাস।।