হা হা প্রাণ প্রিয় সখি কি না হৈল মোরে।
কানুপ্রেম বিষে মোর তনুমন জারে।।
দিবা নিশি পোড়ে মন সোয়াথ না পাঙ।
যাহা গেলে কানু পাঙ তথা উড়ি যাঙ।।
হেদেরে দারুণ বিধি তোরে সে বাখানি।
অবলা করিলি মোরে জনম দুখিনী।।
ঘরে পরে অন্তরে বাহিরে সদা জ্বালা।
এ পাপ পরাণে কেনে বৈরী হৈল কালা।।
অভাগি মরিলে হয় সকলের ভাল।
চণ্ডীদাস বলে ধনি এমতি না বল।।