হায়রে নিষ্ঠুর কালিয়া, তর পিরীতে মরিমু ঝুরিয়া।।
সেই বেলা কহিছলাম আমি পিরীত ভালা নাই।
তোমার দেশে যাইতে বন্ধু পিরীত বই ত নাই।।
আপনি আসিয়া বন্ধু পিরতি করিলে।
অকালে যুবতি কুল কেমনে ভুলিলে।।
সেই বেলা পিরীত কৈলে লোকে না দেখিতে।
ছাড়বায় না বলিয়া বন্ধু হস্ত দিছলাম মাথে।।
সৈয়দ শাহ্‌নুরে কয় বুঝিতে না পারি।
পিরীতের আগুনে আমি রাইতে দিনে ঝুরি।।