হাহা বৃষভানু-সুতে।
তোমার কিঙ্করী শ্রীগুণমঞ্জরী
মোরে লবে নিজ যূথে।।ধ্রু।।
নৃত্য-অবসানে তোমরা দুজনে
বসিবে আসন পরে।
ঘামে টলমল সো অঙ্গ অতুল
রাস-পরিশ্রম-ভরে।।
মুঞি তব কৃপা- ইঙ্গিত পাইয়া
শ্রীমণি-মঞ্জরী সাথে।
দোঁহার শ্রীঅঙ্গে বাতাস করিব
চামর লইয়া হাতে।।
কেহুঁ দুহু জন- বদন-চরণ
পাখালি মোছাবে সুখে।
শ্রীরূপমঞ্জরী তাম্বুল বীটিকা
দেয়বে দোঁহার মুখে।।
শ্রম দূরে যাবে অঙ্গ সুখী হবে
অলসে ভরিবে গা।
বৈষ্ণবদাসের এ আশা পূরিবে
কমিবে মন্দ বা।।