হাসি হাসি বোলে রাই
শুন ওগো সই।।
আজুকার রসের কথা
তোমারে তো কই ।।
কত দিনের পরে যদি
বন্ধু আইল ঘরে।
থর্থরাইতে কাঁপে নাগর
ননদিনীর ডরে।।
হাসি আইসে দুঃখ লাগে
কি কহিব আর।
কোলে থাক্যা চমকিয়া
উঠে কত বার।।
ঘরের ভিতরে যদি
লড়িল মুষাই।
ধড়্ফড়িয়া উঠি বোলে
পালাইয়া যাই।।
হাতে ধরিয়া যদি
বসাওঁ করি স্থাই।
আন্ধার ঘর উকটিয়া
বেণু নাহি পাই।।
ননদমাগী দুষ্ট বড়
চাতুরী করিয়া।
ডোলের ভিতরে বেণু
রাখ্ছিল ফেলিয়া।।
উকটিয়া বেণু লৈয়া
দিলাম তাহার হাতে।
যে ছিল মনের দুখ
কহিলাম সাক্ষাতে।।
কত দিনের পরে সই
গেল মনের দুখ।
লোচন বোলে ওগো দিদি
শুন্যা পাইলাম সুখ।