হাসি হাসি কালো শশী বাঁশিরে করেন অসি
মোহন চূড়া মুকুট হইল শিরে।
দেখিতে দেখিতে ইচ্ছাময়ের ইচ্ছাতে
নয়ন ললাট উপরে।।
লোল জিহ্বা লহু লহু প্রতি করে উসলি
নবসিধু হইল সুশোভন।।
আছিলেন দ্বিভুজ হইলেন চতুভুজ
খড়্গ ধরা বাম ঊর্দ্ধ করে।
আর বাম অধ করে নরশির শোভা করে
বনমালা মুণ্ডমালা হইল।
রাধাভয় নাশিতে শ্যাম হইল আসিতে
মরি মরি কিবা সে উজ্জ্বল।।
দেখিতে দেখিতে সে পাদপদ্মতে
শিবরূপ শব হল হর।
কহে দাস গোবিন্দ শ্যাম হইল শ্রীগোবিন্দ
ওরে নয়ন হের অনিবার।।