হাসিয়া নেহার রাই হাসিয়া নেহার।
অনুগত জনারে পরাণে কেনে মার।।
যে চান্দের সুধাদানে জগত জুড়াও।
সে চান্দবদনে কেনে আমারে পোড়াও।।
অবনীর ধূলি তুয়া চরণ-পরশে।
সোনা শতবাণ হৈয়া কাহাকে না তোষে।।
সে চরণধূলি পরশিতে করি সাধ।
জ্ঞানদাস কহে যদি করে পরসাদ।।