হাসিয়া নেহার রাই হাসিয়া নেহার।
অনুগত জনারে পরাণে কেনে মার।।
যে চান্দের সুধাদানে জগত জুড়াও।
সে চান্দবদনে কেনে আমারে পোড়াও।।
অবনীর ধূলি তুয়া চরণ-পরশে।
সোনা শতবাণ হৈয়া কাহাকে না তোষে।।
সে চরণধূলি পরশিতে করি সাধ।
জ্ঞানদাস কহে যদি করে পরসাদ।।
হাসিয়া নেহার রাই হাসিয়া নেহার।
অনুগত জনারে পরাণে কেনে মার।।
যে চান্দের সুধাদানে জগত জুড়াও।
সে চান্দবদনে কেনে আমারে পোড়াও।।
অবনীর ধূলি তুয়া চরণ-পরশে।
সোনা শতবাণ হৈয়া কাহাকে না তোষে।।
সে চরণধূলি পরশিতে করি সাধ।
জ্ঞানদাস কহে যদি করে পরসাদ।।