হাসিঞা সুবল কহে শুন বিনোদিনি।
তোমারে লইঞা যাত্যে আসিঞাছি আমি।।
সহচর ছাড়ি হরি তোমার লাগিঞা।
অচেতনে রাধাকুণ্ডে আছএ পড়িঞা।।
ধরিঞা আমার বেশ করহ পয়ান।
দরশন দিঞা শ্যামের দেহ প্রাণদান।।
আপনার বসন ভুষণ দেহ মোরে।
ধরিঞা তোমার বেশ আমি রহি ঘরে।।
দীনবন্ধু দাস বড় উলসিত হিয়া।
পুরিল মনের সাধ বচন শুনিঞা।।