হাম কুলবতী কুল কন্টক ভেল।
কাতিয় রাতি দীপ জনু দেল।।
গুরুগঞ্জন আঁখিঅঞ্জন শোভা।
এত যে কয়ল কিছু নাহিক লোভা।।
সজনি ঐছন হয়ে জনি কাহে।
সোই পুরুখমণি সব মুখে কাহিনী
অতয়ে সোপলুঁ তনু তাহে।।ধ্রু।।
মনহিক সাধ আধ নাহি পূরল
ভুললহি পরঅনুরোধে।
পুণমিক চাঁদ আধ জনু উগয়ে
রাহু কয়ল উনমাদে।।
রূপ দেখি গুণ শুনি অতয়ে সে জানিয়ে
কানু সঞে প্রেম বাঢ়ায়ি।
জ্ঞানদাস কহ মরম না জানহ
কৈছনে প্রেম ভালাই।।