হামারি বচন শুন বিনোদিনি সতি।
এখনো না পথে লোক করে গতাগতি।।
যাবত তিমির পথ না ছাড়য়ে ঘোরে।
তাবত চলহ ঘরে ভয় নাহি কারে।।
সুললিত নীল-বাসে ঝাঁপ সব অঙ্গ।
বেকত না হয় যেন তব মুখ-চন্দ।।
রাই যাবে জানিয়া নাগর ঘন শ্বাস।
ধনী লই গমন করল যদু দাস।।
হামারি বচন শুন বিনোদিনি সতি।
এখনো না পথে লোক করে গতাগতি।।
যাবত তিমির পথ না ছাড়য়ে ঘোরে।
তাবত চলহ ঘরে ভয় নাহি কারে।।
সুললিত নীল-বাসে ঝাঁপ সব অঙ্গ।
বেকত না হয় যেন তব মুখ-চন্দ।।
রাই যাবে জানিয়া নাগর ঘন শ্বাস।
ধনী লই গমন করল যদু দাস।।