হামারি বচন মত বিবিধ বিধান।
কহবি কানুর পায় করি অবধান।।
যব তুহুঁ বিরাজলি গোকুল মাঝ।
তহিঁ প্রিয়তমা যেই রমণি-সমাজ।।
তছু সখি কোই করিয়া পরণাম।
নিজগণ দশা কহত তুয়া ঠাম।।
নীচল চিত করি শুন তছু অন্ত।
রাধামোহন-পুহঁ তুহঁ গুণবন্ত।।
হামারি বচন মত বিবিধ বিধান।
কহবি কানুর পায় করি অবধান।।
যব তুহুঁ বিরাজলি গোকুল মাঝ।
তহিঁ প্রিয়তমা যেই রমণি-সমাজ।।
তছু সখি কোই করিয়া পরণাম।
নিজগণ দশা কহত তুয়া ঠাম।।
নীচল চিত করি শুন তছু অন্ত।
রাধামোহন-পুহঁ তুহঁ গুণবন্ত।।