হাত দিয়া দেখ বড়াই মোর কলেবর।
ধান দিলে খৈ হয়, বিরহ অনল।।
জিতা খণ্ড খণ্ড হল রাধা রাধা বলি।
তাহার বিচ্ছেদে মোর বুক হৈল সলি।।
আমি মৈলে মরিব বড়াই তার নাহি দায়।
রাধা বিনে মোর মনে আন নাহি তায়।।
মরিলে পোড়াইও বড়াই যমুনার কূলে।
সে ঘাটে আসিবে রাধা জল অনিবারে।।
মরিবার বেলে রাধা সোঁওয়াও রাধা।
জনমে জনমে যেন মিলায় বিধাতা।।
দ্বিজ চণ্ডীদসে বলে রাখহ জীবন।
দরশন দিয়ে রাধে রাখহ জীবন।।