হরি হরি কি কহিয়ে প্রলাপ বচন।
কাঁহা সে সম্পদ-সার কাঁহা এই মুঞি ছার
কিয়ে চিত্র বাউলের মন।।
অনন্ত-বৈকুণ্ঠ-সার বৃন্দাবন নাম যার
তাহে পূর্ণতম কৃষ্ণচন্দ্র।
তার প্রিয়া-শিরোমণি শ্রীরাধিকা ঠাকুরাণী
বিলসয়ে সঙ্গে সখীবৃন্দ।।
তার অনুচরী সঙ্গে প্রেম-সেবা পরবন্ধে
ব্রহ্মা শিব শেষের অগম্য।
কাহাঁ এ পাপিষ্ঠ জন পাপালয় মূর্ত্তিমান
আশা করি করে তাহা কাম্য।।
যথা বাঙনের ইন্দু পঙ্গুর লঙ্ঘন সিন্ধু
মূকের যেমন বেদ-ধ্বনি।
পশ্চিমে উদয় সূর মল-গন্ধ সুকর্পূর
পথের কঙ্কর চিন্তামণি।।
এসব যদিহ হয় তথাপিহ মোর নয়
শ্রীরাধামাধব-দরশন।
বৈষ্ণবদাসের মনে দরিদ্র বিজয়া-পানে
শুতি যেন দেবয়ে স্বপন।।