হরি পরসঙ্গ ন কর মঝু আগে।
নহি নায়রি ভয়ী মাধব লাগে।।
জকর মরমে বৈসয় বরনারী।
তা সয়ঁ পিরীতি দিবস দুই চারি।।
পহিলহি ন বুঝল এত সব বোল।
রূপ নিহারি পড়ি গেল ভোল।।
আন ভাবইত বিহি আন ফল দেল।
হার ভরমে ভুজঙ্গম ভেল।।
এ সখি এ সখি জব রহুঁ জীব।
হরি দিগে চাহি পানি নহি পীব।।
হম জঞো জানিতওঁ কানুক রীত।
তব কিঅ তা সয়ঁ বাঁধয় চীত।।
হরিণী জানয় ভল কুটুম্ব বিবাধ।
তবহুঁ ব্যাধক গীত সুনইত সাধ।।
ভনই বিদ্যাপতি সুন বরনারি।
পানি পিয়ে কিয়ে জাতি বিচারি।।