হরি তনু পরশি হরষি ধনী বৈঠল
আনন্দে দেহ না ধরই।
বেরি এক নিরখি জনম দুখ বিছুরল
নীরস কথন রসে কহই।।
শুন শুন সুন্দর শ্যাম।
রাই অভাগিনী ব্রজ মাহা আছয়ে
ভরমে লইতে কভু নাম।।
কত রস আগরি মধুপুর নাগরী
কুবরী যাকর নাম।
অন্তরে রিঝি সমঝি সুখে চিরদিন
কয়লি যাক লই ধাম।।
সো সব কাঁহা রহল অব কৈছনে
যাক তাক তুঁহু ভেল।
বচন বিভঙ্গি সু- শ্যাম চন্দ্রোপরি
কুবরি কারি রহি গেল।।
যাক হৃদি আবাসে নিবাসহ অনুখণ
প্রেম প্রহরী অব জাগি।
নীলাম্বর কহ রাইরে করহ কোরে
তব চিতে মীটব আগি।।