হরি উর মরকত মুকুরক জোতি।
তাহি পেখলি ধনী অপন মূরতি।।
গুরুয় দুখে কিছু ফুরত ন বোল।
বৈঠলি সুখামুখী পাণি কপোল।।
ঢর ঢর ঢরকত নয়নক লোর।
নখ দই লীখত ধরনিক ওর।।
কহ কবিরঞ্জন দৈবক রীত।
সাজল মনমথ দৈবহি কীত।।
হরি উর মরকত মুকুরক জোতি।
তাহি পেখলি ধনী অপন মূরতি।।
গুরুয় দুখে কিছু ফুরত ন বোল।
বৈঠলি সুখামুখী পাণি কপোল।।
ঢর ঢর ঢরকত নয়নক লোর।
নখ দই লীখত ধরনিক ওর।।
কহ কবিরঞ্জন দৈবক রীত।
সাজল মনমথ দৈবহি কীত।।