হরি উর পরে শুতলি বালা।
কালিন্দী পূজল যৈছে চম্পকমালা।
কানু ধরল ধনি ভুজযুগ মাঝ।
কমলে বেঢ়ল যৈছে মধুকর সাজ।।
রতিরস আলসে দুহুঁ তনু ভোরি।
লখই না পারিয়ে শ্যাম কিশোরী।।
কহ কবিশেখর দুহুঁ গুণ জানি।
দুহুঁ দোহাঁ মিলন দুহুঁ মন মানি।।
হরি উর পরে শুতলি বালা।
কালিন্দী পূজল যৈছে চম্পকমালা।
কানু ধরল ধনি ভুজযুগ মাঝ।
কমলে বেঢ়ল যৈছে মধুকর সাজ।।
রতিরস আলসে দুহুঁ তনু ভোরি।
লখই না পারিয়ে শ্যাম কিশোরী।।
কহ কবিশেখর দুহুঁ গুণ জানি।
দুহুঁ দোহাঁ মিলন দুহুঁ মন মানি।।