হরি-উরে আন-রমণি-নখ-লক্ষণ
তহি পুন কঙ্কণ-ঘাত।
হেরইতে রোখ-ভরে ফুলি ভামিনি
রোয়ত অবনত মাথ।।
দেখ দেখ মুগধিনি-রীত।
কানুক অনুনয়ে উতর না দেয়ত
বৈঠি রহত এক-ভীত।।
মুনি-গণ মৌন-বরতে পরবেশল
বরণ না করত উচার।
পদ-তলে পিঞ্ছ মুকুট গড়ি যায়ত
নিরখি রোয়ত পুন বার।।
ঐছন মান হেরি তব মোহন
মন দুখে করল পয়ান।
চন্দ্রশেখর কহে অপরূপ পেখলুঁ
রাই শিখল কবে মান।।