হরি অভিসারে চলল বর সুন্দরী
শীতল বৃন্দাবন মাঝ।
গুরুয়া নিতম্ব ভরে চলই না পারই
যৈছে চলয়ে হংস-রাজ।।
একে সে তরুণ ইন্দু মলয়জ বিন্দু বিন্দু
কস্তুরী তিলক তার মাঝে।
পিঠে দোলে হেম ঝাঁপা রঙ্গিয়া পাটের খোপা
নাসায় মুকুতা ভাল সাজে।।
চৌদিগে রমণী শোভে নূপুর কিঙ্কিণী বাজে
সভে চলে মদনতরঙ্গে।
যে দিগে পয়ান করে মদন পলায় ডরে
সৌরভে ভ্রমর যায় সঙ্গে।।
নবযৌবনী ধনি জগ জিনি লাবণি
কুঞ্জ বিজই ধনি রাধে।
গোবিন্দদাস চিতে শ্যামরূপ জাগয়ে
রঙ্গে সাজল মন-সাধে।।