হম সৌঁ রুসল মহেসে ।
গৌরী বিকল মন করথি উদেসে।।
পুছিঅ পথুক জন তোহী।
এ পথ দেখল কহুঁ বূঢ় বটোহী।।
অঙ্গনে বিভূতি অনূপে।
কতেক কহব হুনি জোগিক সরূপে।।
বিদ্যাপতি ভন তাহী ।
গৌরী হর লএ ভেলি বতাহী।।
হম সৌঁ রুসল মহেসে ।
গৌরী বিকল মন করথি উদেসে।।
পুছিঅ পথুক জন তোহী।
এ পথ দেখল কহুঁ বূঢ় বটোহী।।
অঙ্গনে বিভূতি অনূপে।
কতেক কহব হুনি জোগিক সরূপে।।
বিদ্যাপতি ভন তাহী ।
গৌরী হর লএ ভেলি বতাহী।।