হমে অবলা তোঁহে বলমত নাহ।
জীবক বদলে পেম নিরবাহ।।
পঠি মনসিজ মত দরসহ ভাব।
কউতুকে করিবর করিনি খেলাব।।
পরিহর কন্ত দেহ জিব দান।
আজ ন হোএত নিসি অবসান।।
দইন দয়া নহি দারুন তোহি।
নহি তিরিবধ-ডর হৃদয় ন মোহি।।
রমন সূখে জয়ঁ রমনী জীব।
মধুকর কুসুম রাখি মধু পীব।।
ভনই বিদ্যাপতি পহু রসমন্ত।
রতিরস রভস হোএত নহি অন্ত।।