স্যাম বরন শ্রীরাম, হে সখি।
দেখৈত মুখ অভিরাম।।
আজু হমর বিহ বাম, হে সখি।।
মোহি তেজি পহু গেল গাম।।
পঢ়ল পণ্ডিতি ভান, হে সখি।
পহুক নে করি অপমান।।
ভনহি বিদ্যাপতি ভান হে সখি।
সুপুরুস গুনক নিধান।।
স্যাম বরন শ্রীরাম, হে সখি।
দেখৈত মুখ অভিরাম।।
আজু হমর বিহ বাম, হে সখি।।
মোহি তেজি পহু গেল গাম।।
পঢ়ল পণ্ডিতি ভান, হে সখি।
পহুক নে করি অপমান।।
ভনহি বিদ্যাপতি ভান হে সখি।
সুপুরুস গুনক নিধান।।