“স্বপনে কালিয়া নয়নে কালিয়া
চেতনে কালিয়া মোর।
শুইতে কালিয়া বসিতে কালিয়া
কালিয়া-কলঙ্ক কোর।।
ভোজনে কালিয়া গমনে কালিয়া
কালিয়া কালিয়া বলি।
কালা হাইবাসে কালিয়া মূরতি
ভূষণ করিয়া পরি।।
গগনে চাহিতে কালিয়া বরণ
দেখিয়ে মেঘের রূপ।
তবে সে জুড়ায়ে এ পাপ পরাণ
উঠয়ে রসের কূপ।।
নীলঘন শ্যাম যে দিখে সম্মুখে
তাহাই দেখিয়া রই।
* * * * * *
* * * * * ।।
বেণী করি পরি নীল জাদখানি
কুন্তলে বাঁধিয়া রাখি।
কস্তুরী কালিয়া বরণ ভালিয়া
তাহে সে যতনে মাখি।।
সুগন্ধি কুসুম হার বনাইয়া
রাখিয়ে আপন পাশে।
* * * * * *
* * * *।।
তোমার বরণ ধরয়ে সঘন
ময়ূর পাখীর গায়ে।
তোমার বরণ না দেখি যখন
এ চিত রাখি যে তায়ে।।
নব নীলপদ্ম লইয়া করেতে
হেরি যে নয়নভরি ।
অতসীর ফুল তুলি মনোহর
যতন করিয়া পরি।।
এ সব যাকর বেদন উঠয়ে
সে জনে ছাড়িতে চায়।”
চণ্ডীদাস কহে— “এতেক বিরহে
কো ধনী বাঁচিবে তায়।।”