স্ফুরদিন্দীবর- নিন্দি-কলেবর
রাধা-কুচ-কুঙ্কুম-ভর-পিঞ্জর।
সুন্দর-চন্দ্রক- চূড়-মনোহর
চন্দ্রাবলি-মানস-শুক-পঞ্জর।।
জয় জয় জয় গুঞ্জাবলি মণ্ডিত।
প্রণয়-বিশৃঙ্খল- গোপী-মণ্ডল-
বর-বিম্বাধর-খণ্ডন-পণ্ডিত।।ধ্রু।।
মৃগ-বনিতানন- তৃণ-বিস্রংসন-
কর্ম-ধুরন্ধর-মুরলী-কূজিত।
স্বারসিক-স্মিত- সূষমোন্মাদিত-
সিদ্ধ-সতী-নয়নাঞ্চল পূজিত।।
তাম্বূলোল্লস- দানন-সারস
জাম্বূনদ-রুচি-বিস্ফুরদম্বর।
হর কমলাসন- সনক-সনাতন
ধৃতি-বিধ্বংসন-লীলা-ডম্বর।।