স্তোককৃষ্ণ গোপালজীউ শ্যামলবরণ।
হরিত বরণ তার পিন্ধন বসন।।
দ্বিরদশাবক গতি বিক্রমে বিশাল।
গীমদোলনে দোলে গলে বনমাল।।
কৃষ্ণক্রীড়া আমোদেতে তনু উলসিত।
অবিরত মুরলী মধুর গায় গীত।।
নানা আভরণ অঙ্গে করে ঝলমল।
অঙ্গে দোলে বনফুল শ্রবণে কুণ্ডল।।
স্তোককৃষ্ণ গোপালজীউ শ্যামলবরণ।
হরিত বরণ তার পিন্ধন বসন।।
দ্বিরদশাবক গতি বিক্রমে বিশাল।
গীমদোলনে দোলে গলে বনমাল।।
কৃষ্ণক্রীড়া আমোদেতে তনু উলসিত।
অবিরত মুরলী মধুর গায় গীত।।
নানা আভরণ অঙ্গে করে ঝলমল।
অঙ্গে দোলে বনফুল শ্রবণে কুণ্ডল।।