সো দেখি বচনে নাগররাজ।
অম্বরে পায়ল বহুতর লাজ।।
ইঙ্গিতে বুঝল তছু আশোয়াস।
মনমাহা হোয়ল অধিক উল্লাস।।
তবহি সফল করি জীবন মান।
তাকর সঞে হরি করল পয়ান।।
পন্থহি কত কত ভাবে বিভোর।
ঐছন পায়ল কুঞ্জক ওর।।
রাই হেরল যব সো মুখ-ইন্দু।
উছলল মনহি মনোভব-সিন্ধু।।
ভাঙ্গল মান রোদন হি ভোর।
কানু কয়ল কোরে মোছই লোর।।
মান জনিত দুখ সব দূরে গেল।
গোবিন্দদাস হেরি আনন্দ ভেল।।