সোনা বন্ধুর এদেশে বসতি আর হবে না। ধু
বন্ধু যাবে দূরদেশে মনে লাগে ধান্ধা। কোমরের কাটারি শ্যাম রাখিযাও বান্ধা।।
বন্ধু যাবে দূরদেশে হৃদেতে আগুনি। হাতে দিয়া যাও মালা শ্যামের নিশানি।।
বন্ধু যাবে দূরদেশে সঙ্গে নাহি কড়ি । দেশের বন্ধু দেশেগেলে আরনি আসিব ফিরি।।
বন্ধু যাবে দূরদেশে সঙ্গে কিনা নিবে। দেশের শ্যাম দেশে যাবে ফিরি না আসিবে।।
সৈয়দ মর্তুজা কহে শুনরে কালিয়া। নিবারিল চিতের আনল কে দিল জ্বালিয়া ?