সোই যমুনা জলে।
গোপ গোপী নাহি বুলে।।
রোদতি পিঞ্জর শুকে ।
ধেনু ধাবই মাথুর মুখে।।
হরি কি মথুরাপুর গেল।
আজ গোকুল সূন ভেল।।
সাগরে তেজিব পরাণ।
আন জনমে হেরব কান।।
কাহ্ন হোয়ব যব রাধা।
তব জানব বিরহক বাধা।।
বিদ্যাপতি কহ নীত।
রোদন নহ সমুচিত।।