সৈ কিবা সে কাহ্নর প্রেম।
আখি পালটিতে নাহি পরতীত
যেন দরিদ্রের হেম।।
তিলে কত বেরি মুখ নেহারই
আচরে মোছই ঘাম।
কোরে থাকিতে দূর হেন বাসে
সদা লএ মোর নাম।।
হিয়ায় হিয়ায় লাগিব বলিঞা
চন্দন না পরে অঙ্গে।
গায়ের ছায়া বায়ের দোসর
সদাই থাকএ সঙ্গে।।
জাগিতে ঘুমিতে আন নাহি চিতে
রসের পসার কাছে।
জ্ঞানদাস কহে এমন পিরিতি
আর কি জগতে আছে।।