সে বহুবল্লভ গোরা জগতের মনচোরা
আমার করিতে চাই একা।
হেন ধন অন্যে দিতে পারে বল কার চিতে
ভাগাভাগি নাহি যায় দেখা।।
সজনি লো মনের মরম কই তোরে।
না হেরি গৌরাঙ্গমুখ বিদরিয়া যায় বুক
কে চুরি করিল মনচোরে।।ধ্রু।।
লও কুল লও মান লও শীল লও প্রাণ
লও মোর জীবন যৌবন।
যেও মোরে গোরানিধি যাহে চাহি নিরবধি
সেই মোর সরবস ধন।।
ন তু সুরধুনীনীরে পশিয়া তেজিব প্রাণ
পরাণের পরাণ মোর গোরা।
বাসুদেব ঘোষে কয় সে ধন দিবার নয়
দণ্ডে দণ্ডে তিলে হই হারা।।