সে বন কতই দূর।
বন পথ কভূ দেখি নাই গো।।
আমি কুলবধু রাজার ঝি।
বন পথ কভূ দেখেছি।।
যে বনে শ্যাম বাজায় বাঁশী।
মন বলে দেখি আসি।।
তোরা বলিস বাঁশী বনে বাজে।
বাঁশী বাজে আমার মন মাঝে।।
সে বন কতই দূর।
বন পথ কভূ দেখি নাই গো।।
আমি কুলবধু রাজার ঝি।
বন পথ কভূ দেখেছি।।
যে বনে শ্যাম বাজায় বাঁশী।
মন বলে দেখি আসি।।
তোরা বলিস বাঁশী বনে বাজে।
বাঁশী বাজে আমার মন মাঝে।।