সে কোন্ মানুষ এসে এই দেহে বইসে
–আবার মন-মানুষকে চেতন দিতেছে।
ও সে কে দিল বীজ ও তার না হয় হদিছ,
তাইতে ব্রহ্মা-বিষ্ণু-শিব তাইতে জপতেছে।
সেই সে মানুষ পঞ্চ আত্মা হয়–ও ফকির লালন তাই কয়,
সে পঞ্চ আত্মা হইয়া জীব আত্মাকে চেতন রেখেছে।।
সে কোন্ মানুষ এসে এই দেহে বইসে
–আবার মন-মানুষকে চেতন দিতেছে।
ও সে কে দিল বীজ ও তার না হয় হদিছ,
তাইতে ব্রহ্মা-বিষ্ণু-শিব তাইতে জপতেছে।
সেই সে মানুষ পঞ্চ আত্মা হয়–ও ফকির লালন তাই কয়,
সে পঞ্চ আত্মা হইয়া জীব আত্মাকে চেতন রেখেছে।।