সেই সব কুঞ্জবনে গড়াগড়ি দিয়া।
আনন্দে মগন হব পুলকিত হঞা।।
কুঞ্জেতে বৈষ্ণব সব প্রেমাবিষ্ট হঞা।
গাইব শ্রীকৃষ্ণলীলা মগন হইয়া।।
নাচিব সে ঘুরি ফিরি ত্রিভঙ্গ হইয়া।
দেখিয়া শীতল হব এ তাপিত হিয়া।।
আর যত পক্ষিগণ বৃক্ষ ডালে বসি।
গাইবে মধুর স্বরে প্রেমানন্দে ভাসি।।
এমন কি হইবে দশা দেখিব সে সব ।
দেখি নরোত্তম হৃদের ব্যথা যাবে সব।।