সেই নব রামা তুরিতে গমন
চলিলা রাধার পাশে ।
কহিতে লাগল সব বিবরণ
রাইয়ের ও মন তুষে।।
“দেবী দিল ফুল ভেল অনুকূল
পিয়া সে আয়ব ঘর।
একথা অন্যথা নহিব কখন
পাইল মনের সর।।
পুন এক বলি শুন গো সুন্দরি,
গণক ডাকিয়া আনি।
তাহাকে গণাব আপনার নামে
কি হেতু ইহার শুনি।।”
“আনহ যতনে গণক ডাকিয়া
গণুক ভালই মতে।
কোন দোষ আছে তার মোর রাস্যে
বুঝিব আপন চিতে।।”
ডাকিয়া আনিল গণক আইল
সুধাই রাধার রাসি।
পাঁজি পুথি লঞা সুযগ গণক
হরিসে গণিতে বসি।।
রাধা নাম রাসি তোলাইয়ে আসি
কোন কোন দোষ আছে।
এবার রাস্যেতে গণিতে গণিতে
চণ্ডিদাস আছে কাছে।।