সেই কালাচাঁদ নদেয় এসেছে।
সে না বাজিয়ে বাঁশী ফিরতো সদায় ব্রজাঙ্গনার কুল-নাশে।।
যদি মজবি ও কালার পীরিতি, আগে জান্গে উহার কেমনে রীতি।
উহার প্রেম করা নয় প্রাণে মরা অনুমানে বুঝিয়েছে।।
যদি রাজ্য ও পদে কেউ দেয় তবু ও কালার মন না পাওয়া যায়।
রাধা ব’লে বাজে বাঁশী এখন তারে কত কাঁদিয়েছে।।
ও না ব্রজে ছিল জলদ কালো না জানি কি সাধনে গৌর হ’লো।
ফকির লালন বলে, চিহ্ন কেবল দুনয়ন বাঁকা আছে।।