সূর্য্য পূজার স্থানে নারিকেল কদলি।
পূর্ণ কুম্ভ আর আলিপনা বলি।।
পৌর্ণমাসি বলে আন পূজা প্রকরণ।
সাক্ষাৎ এই মৃত্যা দেব কহব পূজন।।
সহাস্য ধার যশোদা কৃষ্ণের হয় রয়।
দেবাদি দেবতা ইহ সর্ব্বদেবময়।।
গোপীগণ কহে মোরা ইহা নাহি জানি।
তেঁহ কি আমাদের ঘরে চুরি করে ননি।।
অল্প ননি লাগি রাণী উদূখলে বান্ধে।
বান্ধডোর উতরোলে মা বলিয়া কান্দে।।
এই নাকি এক না সর্ব্বদেবময়।
আভীর-নন্দন কেন বাধা সিঁড়ি বয়।।
বস্ত্রহারা ননিচোরা ভাণ্ড ভাঙ্গি ধর্ম্ম।
সাঁঝ সকালে গরু চরায় সেকি পরম ব্রহ্ম।।
বিষ্ণুর মাধুর্য্য ভাব যত ব্রজনারি।
গোবিন্দদাস তছু যাও বলিহারি।।