সুরুজ আরাধন ছল করি সুন্দরি
নিধুবন করল পয়ান।
গোধন সঙ্গে রঙ্গে যমুনাতটে
বিহরই নাগর কান।।
বিদগধ রসময় নাহ।
বিকশিত চম্পক হেরি বেয়াকুল
বাঢ়ল বিরহক দাহ।।
ঝর ঝর লোর ভোর দিঠি-পঙ্কজ
সঘন মোছই পীত বাসে।
ছল করি সহচর সংগতি পরিহরি
চলল রাই অভিলাষে।।
চৌদিগে চকিত রাই পথ নিরখত
দীগ বিদিগ নাহিঁ জান।
দীনবন্ধু ভণ হৃদয় উচাটন
বিদগধ নাগর কান।।